Atiq Ahmed (Photo Credit: IANS)

দিল্লি, ২৬ এপ্রিল: আতিক আহমেদের (Atiq Ahmed) খুনের পর একাধিক ছবি প্রকাশ্য়ে আসতে শুরু করেছে উত্তরপ্রদেশ জুড়ে। আতিক আহমেদের খুনের পর তাঁর শ্যালক আকলাক আহমেদকে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর থেকে বরখাস্ত করা হল। আতিকের শ্যালক আকলাক উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরের একজন চিকিৎসক হয়েও একাধিক বেআইনি কাজে জড়িত। সেই অভিযোগেই আকলাক আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে খবর। প্রয়াগরাজের নৈনি জেলে বর্তমানে বন্দি আকলাক আহমেদ। প্রসঙ্গত আকলাক উমেশ পাল হত্যার অন্যতম অভিযুক্ত তথা গুড্ডু মুসলিমকে আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন: Atiq Ahmed Killing: এনকাউন্টারের পরও সচল আতিক-পুত্র আসাদের মোবাইল, এটিএম কার্ড, সূত্র হাতড়ে গ্রেফতার পুলিশের

এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসনের তরপে জানানো হয়, যাঁরা স্বাস্থ্য দফতরে চাকরি করেন, সে চিকিৎসক হন বা চিকিৎসা  কর্মী, তাঁদের উপর মানুষের দায়ভার বর্তমান। তাই সরকারি নিয়ম মেনে চলতে স্বাস্থ্য কর্মীরা। সরকারি নিয়ম না মানলেই তাঁকে চাকরি থেকে সরানোর প্রয়োজন বলে উত্তরপ্রদেশে মুখ্যসচিব জানান।