শিলং, ১৮ সেপ্টেম্বর: করোনা (Coronavirus) সংক্রমণের দাপটে লকডাউনের জেরে গত ৬ মাস ধরে বন্ধ ছিল মেঘালয়ের (Meghalaya) স্কুল। তবে এবার দীর্ঘ ৬ মাস পর আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। শিক্ষকদের কাছে এসে পড়াশুনা সংক্রান্ত যেকোনও সমস্যার সমাধান করতে পারবে পড়ুয়ারা, শুক্রবার একথা ঘোষণা করলেন মেঘালয়ের শিক্ষামন্ত্রী লাখমেন রিমবাই (Education minister Lahkmen Rymbui)।
তবে নবম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের আপাতত স্কুলে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। স্কুল খোলা থাকলেও এবং শিক্ষক-শিক্ষিকারা স্কুলে আসলেও রুটিন মেনে আপাতত কোনওরকম ক্লাস নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "২১ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে স্কুল খুলবে। পড়ুয়ারা তাদের পড়াশুনা সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছে আসতে পারবে স্কুলে। তবে ক্লাসরুমে রুটিন মেনে এখনই পুনরায় ক্লাস শুরুর জন্য কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।" পড়ুন: West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দেবীপক্ষের সপ্তাহান্তে ভারী বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গ
গত বৃহস্পতিবার স্কুল খোলা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল মেঘালয় সরকার। তবে ৩০ সেপ্টম্বর পর্যন্ত রাজ্যজুড়ে স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কোনওরকম রুটিন মেনে ক্লাস নেওয়া হবে না। তবে এখনও স্কুলে আসার জন্য পড়ুয়াদের উপর কোনও বাধ্যবাধকতা জারি করা হয়নি। যদি পড়ুয়াদের কোনও সমস্যা থেকে থাকে, তাহলে তারা আসতে পারে শিক্ষকদের কাছে। তবে কন্টাইনমেন্ট জোনে যে পড়ুয়ারা রয়েছে, তাদেরকে এখনই স্কুলে আসার জন্য অনুমতি দেওয়া হয়নি।