ফাইল ফটো

কুনো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) মৃত্যু (dead) হল আফ্রিকা (Africa) থেকে আনা আরও একটি পুরুষ চিতার (male cheetah)। মৃত ওই চিতার নাম তেজস (Tejas)। বন দফতরের আধিকারিকদের সূত্রে জানা গেছে, এই নিয়ে গত তিন মাসের মধ্যে আফ্রিকা থেকে নিয়ে আসা সাতটি চিতার মৃত্যু হল। আরও জানানো হয়েছে যে সম্প্রতি ওই পুরুষ চিতাটির ঘাড়ে ক্ষতের (injuries) চিহ্ন দেখতে পান বন দফতরের কর্মীরা। তারপর থেকে চিতাটির চিকিৎসা করানো হচ্ছিল। কিন্তু, ওই ক্ষতের কারণেই শেষ পর্যন্ত মৃত্যু হল চিতাটির। ক্ষতের কারণ জানতে তদন্ত চলছে।

এপ্রসঙ্গে বন দফতরের প্রিন্সিপাল চিফ কনজারভেটার জে এস চৌহান (Principal Chief Conservator of Forests JS Chouhan) বলেন, "মঙ্গলবার দুপুর ২টো নাগাদ পুরুষ চিতা তেজসকে মৃত অবস্থায় পাওয়া। তার শরীরে ক্ষত দেখতে পাওয়া গেছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।'

বন দফতরের থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ তারিখ সকাল ১১টা নাগাদ নজরদারি দলের সদস্যরা পুরুষ চিতা তেজসের ঘাড়ের উপরে অংশে ক্ষত হয়েছে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি জানান পালপুর সদর দফতরে থাকা বন্য পশুচিকিৎসকদের। এর পরেই ওই চিকিৎসকরা গিয়ে তেজসের ক্ষত পরীক্ষা করে দেখে ওষুধ দেন। কিন্ত, পরে ২ টো নাগাদ তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে এই বিষয় একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হচ্ছে। আরও পড়ুন: GST On Online Gaming: সিনেমা হলের খাবারে জিএসটি কমল ৫ শতাংশ, ঘোড়দৌড়ে চাপল ২৮ শতাংশ