নতুন দিল্লি, ১১ জুলাই: অনলাইন গেমিং (Online Gaming), ক্যাসিনো (Casinol) এবং ঘোড়দৌড়ের (Horse Racing) ওপর ২৮ শতাংশ জিএসটি (GST) লাগু করা হল। দেশজুড়ে বিভিন্ন অনলাইন গেমিং (Online Gaming) সংস্থার দাপট বাড়ছে। দেশজুড়ে অনলাইন গেম নিয়ে তুমুল আগ্রহকে কাজে লাগিয়ে মোটা অর্থ মুনাফা করে অনলাইন গেমিং সংস্থাগুলি। তাদের মুনাফার ওপর এবার ভাগ বসালো সরকার। ৫০ তম জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠকে এমনই প্রস্তাব দেওয়া হল।
অনলাইন গেমিংয়ে দিতে হবে ২৮ শতাংশের মোটা অঙ্কের জিএসটি। দেশের অভিজাত অংশের মধ্যে ক্যাসিনো (জুয়া তাসখেলা)-কে নিয়ে হুজুগ লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু নাইটক্লাবে নতুন করে ক্যাসিনো খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে চাপল ২৮ শতাংশের জিএসটি।
দেখুন টুইট
The GST council has decided to cut GST rate on food served in cinema halls to 5%. Earlier, the GST rate was 18%.
28% GST rate will be imposed on online gaming, casinos and horse racing.
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 11, 2023
তবে সুখবর হল সিনেমা হলে বিভিন্ন খাবারের ওপর জিএসটি ৫ শতাংশ কমল। সিনেমা হলের খাবারে এখন ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। এবার সেটা কমে গেল ১৩ শতাংশ। তবে এতে সিনেমা হলের খাবারের দাম কতটা কমে সেটা দেখার।
ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যান্সারের ওষুধ বিদেশ থেকে আমদানি করতে আর দিতে হবে না জিএসটি।