একদিকে এসআইআর নিয়ে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি (BJP)। তখন অন্যদিকে ভুয়ো ভোটার নিয়ে কেন্দ্রের ওপর পাল্টা চাপ দিচ্ছে ইন্ডিয়া জোট। দুটি ইস্যুর মূল উদ্দেশ্য একটাই, ভোটার তালিকায় রয়েছে একাধিক ভুয়ো ভোটার, তাঁদের বাদ দেওয়া অন্যতম প্রধান কাজ নির্বাচন কমিশনের। কিন্তু এই ভুয়ো ভোটারদের ব্যবহার করে কে বা কারা লাভবান হয়েছে, সেটাই এখন আসল রহস্য। বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকার এই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর তাতে সাহায্য করছে নির্বাচন কমিশন।

বিভ্রান্তিতে রয়েছেন অধীর চৌধুরি

এই একই সুর শোনা গেল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির (Adhir Ranjan Chowdhury) গলায়। তিনি এদিন বলেন, ভুয়ো ভোটার নিয়ে এখন সকলেই অবগত। রাহুল গান্ধী তথ্যপ্রমাণ পেশ করে অভিযোগ করেছেন দেশে ভুয়ো ভোটার ব্যবহার করে ভোট হয়েছে। আর এই তথ্যগুলি সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়াই মূল লক্ষ্য। এতে কার গাফিলতি রয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে সকলের মতো আমিও বিভ্রান্তিতে রয়েছি। এতে নির্বাচন কমিশনের যদি কোনও গাফিলতি থাকে, তাহলে সেটা কেন্দ্র কেন লুকানো চেষ্টা করছে। এই নিয়ে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে।

দেখুন অধীর রঞ্জন চৌধুরির বক্তব্য

রাহুল গান্ধীর ভুয়ো ভোটার অভিযোগ

বর্তমানে এসআইআর ও ভুয়ো ভোটার নিয়েই দেশের রাজনীতি আপাতত সরগরম। সম্প্রতি রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করেো মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কারচুপি হয়েছে, এই অভিযোগ তোলেন রাহুল। এমনকী তাঁর মন্তব্যের সপক্ষে যে প্রমাণ রয়েছে, তা পেশও করেছেন তিনি। যদিও সেই তথ্যপ্রমাণের সত্যতা নিয়ে সন্দেহপ্রকাশ করেছে খোদ নির্বাচন কমিশন।