Photo Credits: ANI

সংবিধানের প্রস্তাবনায় শব্দ বাদ দেওয়া নিয়ে অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নতুন সংসদ ভবনে প্রবেশ করার সময় তাঁকে নতুন সংবিধান হাতে নিয়ে ভবনে প্রবেশ করতে দেখা যায়। তবে সংবিধানের প্রস্তাবনায় সোশালিস্ট সেকুলার শব্দটি না থাকায় আপত্তি জানিয়েছেন তিনি।

এই বিষয়ে তিনি জানান "নতুন সংবিধানের কপি যা আমাদের দেওয়া হয়েছিল, যেটা হাতে নিয়ে আমরা সংসদ ভবনে প্রবেশ করেছিলাম।সেই সংবিধানের প্রস্তাবনায় সোশালিস্ট এবং সেকুলার শব্দটি নেই।আমরা জানি যে ১৯৭৬ সালে এই শব্দগুলিকে যুক্ত করা হয়। কিন্তু যদি আমাদের আজকে কেউ সংবিধানের কপি দেয় এবং তাতে যদি এই শব্দ না থাকে তাহলে এটা গভীর উদ্বেগের বিষয়।তাদের উদ্দেশ্য সন্দেহজনক।এটি চতুরতার সঙ্গে করা হয়েছে। আমি এই ইস্যুটিকে সংসদে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তা করার সুযোগ পাইনি। "

সংবিধানের প্রস্তাবনায় "সোশালিস্ট সেকুলার" শব্দ পরিবর্তনের মাধ্যমে কি হিন্দু রাষ্ট্রের দিকে একধাপ এগিয়ে গেল ভারত। সেবিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।