Adhir Chowdhury & Narendra Modi

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর:  গতবছর ৩রা জুলাই ও ২৫শে অক্টোবর পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Adhir Choudhury Writes To PM Modi) মুর্শিদাবাদ ও বাংলাদেশের রাজশাহীর মধ্যে একটি  স্থলবন্দর  তৈরি করার প্রস্তাব জানিয়েছিলেন। চলতি মাসের ৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসবেন। সেই উপলক্ষে অধীর রঞ্জন চৌধুরী নমোকে পুরোনো কথা স্মরণ করালেন। এই বিষয়টি শেখ হাসিনার সামনে তুলে ধরার আর্জি জানিয়ে একটি চিঠি লিখেছেন। আরও পড়ুন—Ganesh Chaturthi 2022: সম্প্রীতির ছবি, আলিগড়ের এই মুসলিম পরিবারে ৭ দিন ধরে পুজো পাবেন গণপতি

তিনি চিঠিতে লিখেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে আগামী ৫ সেপ্টেম্বর ভারতে আসছেন। মোদি যেন শেখ হাসিনার সামনে তাঁর স্থলবন্দর তৈরির প্রস্তাবটি রাখেন।

পড়ুন টুইট

তিনি আরও লিখেছেন,  মুর্শিদাবাদ হল ভারত ও বাংলাদেশের সবচেয়ে বড় সীমানা। বাংলাদেশের রাজশাহী ও মুর্শিদাবাদে দুই দেশের প্রচুর আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই স্থলবন্দর তৈরি হলে তাঁদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। সেখানে জলঙ্গি ব্লকের সীমানাটি খুবই ভঙ্গুর এবং ওই স্থানে অনেক রকম অসামাজিক কাজকর্ম হয়। চোরাচালানের ঘটনা ঘটে। এই ল্যান্ডপোর্ট তৈরি হলে অসামাজিক কাজকর্ম বন্ধ হবে এবং অন্যান্য জিনিসপত্র আমদানি রপ্তানি করা যাবে। তাতে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা বেশ ভালই হবে।