মৃত নাবালক (ছবিঃX)

নয়াদিল্লিঃ বরেলিতে(Bareilly) হাড়হিম করা ঘটনা। রহস্যমৃত্যু অভিনেত্রী স্বপ্না সিং(Swapna Singh)-এর কিশোর পুত্রের। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের(Police)। ড্রাগ(Drugs) ওভারডোজের কারণে মৃত্যু বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় মৃত নাবালকের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার উত্তরপ্রদেশের বরেলি থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ১৪ বছরের ছেলের ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনায় প্রায় ৯০ মিনিটের বেশি ছেলের দেহ আগলে থানায় বিক্ষোভ দেখান অভিনেত্রী। কয়েক ঘণ্টা পরই মৃতর দুই বন্ধু অনুজ এবং সানিকে গ্রেফতার করে পুলিশ। ভুটা থানার ইন্সপেক্টর সুনীল কুমার বলেন, "অনুজ ও সানি পুলিশি জেরায় স্বীকার করেছে যে ওইদিন তারা সাগরের সঙ্গে মাদক ও মদ সেবন করেছে। ড্রাগ ওভারডোজের ফলে সাগর অসুস্থ হয়ে পড়ে। তাকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে তারা তার লাশ টেনে হিঁচড়ে একটি মাঠে ফেলে পালিয়ে যায়।" ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত না করা গেলেও বিষক্রিয়া বা ড্রাগ ওভারডোজের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বরেলির ফতেপুরের সার্কেলের পুলিশ অফিসার আশুতোষ শিবম । ১৪ বছরের ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকে পাথর হয়ে গিয়েছেন অভিনেত্রী স্বপ্না সিং।

বরেলিতে রহস্যজনক মৃত্যু অভিনেত্রীর ছেলের, গ্রেফতার দুই বন্ধু