
নিজের অফিস থেকে ৩৫ লক্ষ টাকা চুরি করে পালাল এক কর্মচারী। গত সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির মোতি নগর থানা এলাকায়। অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্তে নেমে ৪৮ ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৩৪.৯৮ লক্ষ টাকা। ধৃত ব্যক্তি ওই সংস্থার হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। গ্রেফতারের পর অভিযুক্তকে আজই দিল্লি আদালতে পেশ করা হয়েছে।
অফিস থেকে টাকা চুরি
জানা যাচ্ছে, গত শনিবার করমপুরা এলাকায় অবস্থিত একটি বেসরকারি অফিসে ঘটনাটি ঘটে। পুলিশসূত্রে খবর, অফিসের ফিল্ড অফিসার সেদিন তাঁদের আরেকটি ব্রাঞ্চে গিয়েছিলেন। যাওয়ার আগে অফিসের একটি আলমারিতে ৩৫ লক্ষ টাকা রেখে যান। এবং অ্যাকাউন্টেন্ট বিবেক রাজ ওরফে সাহিলকে (২৩) অফিসে থাকতে বলেন এবং তাঁকে জানিয়ে গিয়েছিলেন যে টাকাটি অফিসের আলমারিতে রয়েছে। এরপর যখন ওই ফিল্ড অফিসার অফিসে ফেরেন তখন দেখেন অভিযুক্ত সাহিল পলাতক এবং আলমারিতে কোনও টাকাই নেই।
গ্রেফতার অভিযুক্ত
এই নিয়ে সোমবার থানায় অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। অভিযুক্ত সাহিল গুরুগ্রামের মানেসার এলাকার বাসিন্দা। সেখানে গিয়েও তাঁর খোঁজ মেলে না। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে উত্তরপ্রদেশের আজমগড় থেকে টাকা সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনায় সংস্থার আর কেউ জড়িত রয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।