Accenture To Cut 5% Of Global Workforce: বিশ্বব্যাপী ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যাকসেনচার, ভারতে চাকরি হারাতে পারেন ১০,০০০ কর্মী
Accenture (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৬ অগাস্ট: আইটি সংস্থা অ্যাকসেনচার (Accenture) বিশ্বব্যাপী ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। যার অর্থ করোনাভাইরাস (Coronavirus) মহামারীজনিত অর্থনৈতিক সঙ্কটের সময়ে ভারতে প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাবেন। খবরে প্রকাশ যে অ্যাকসেনচার কয়েক হাজার কর্মচারীকে অ্যাপ্রাইসাল চক্র শেষ হওয়ার পরে ইস্তফা দিতে বলেছে। অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ জানিয়েছে যে অ্যাকসেনচারের সিইও জুলি সুইট (Julie Sweet) অগাস্টের মাঝামাঝি অভ্যন্তরীণ কর্মী বৈঠকে জানিয়েছেন যে বিশ্বব্যাপী মোট কর্মীর ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হতে পারে।

জুলি সুইট বলেন, "অন্য সাধারণ বছরে আমাদের সংস্থা ছেড়ে যাওয়া ও নতুন করে যোগ দেওয়া কর্মী ৫ শতাংশ থাকে। এই মুহুর্তে আমাদের কর্মীর চাহিদা নেই। সুতরাং আমরা যদি একই শতাংশের লোকদের পরিচালনা করি এবং নতুন কর্মী না নিযোগ করি তবে আমাদের বাজারে ফিরে আসতে পারব ও বিনিয়োগ করতে পারব।" আরও পড়ুন: COVID-19 Vaccine Update: পুনেতে শুরু হল অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ডের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ

বিশ্বব্যাপী অ্যাকসেনচারের ৫ লাখ কর্মী রয়েছে এবং যদি ৫ শতাংশ কর্মীকে বরখাস্ত করা হয় তবে প্রায় ২৫ হাজার কর্মী চাকরি হারাবেন। ৫ লাখের মধ্য ২ লাখ কর্মী ভারত কাজ করেন। অতএব, ভারতে যদি ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয় হবে ১০ হাজার জন চাকরি হারাবেন।