নয়া দিল্লি, ২৪ জুলাইঃ 'সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে'। পাঠান (Pathaan) ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই সংলাপ আজও কানে বাজে প্রতিটা বাদশা ভক্তের। ২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান ছবির সেই সংলাপ এবার ভরা সংসদে প্রধানমন্ত্রী সহ বিজেপিকে শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee )। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেট ঘিরে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী ইন্ডিয়া জোট। বুধবার সংসদে মোদী ৩.০ সরকারের বাজেটের (BUDGET) ছয়টি অক্ষরের আলাদা আলাদা করে ব্যাখা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর কথায়, 'বি/B' প্রতিনিধিত্ব করছে 'বিট্রেয়াল' বা বিশ্বাসঘাতকতা। 'ইউ/U'কে ব্যাখা করেছেন আনএমপ্লয়েমেন্ট বা বেকারত্ব হিসাবে। 'ডি/D' অক্ষরটি ‘ডিপ্রাইভ’, অর্থাৎ, বঞ্চনার প্রতীক। ‘জি/G’ অর্থাৎ গ্যারেন্টি ও ঘোটালা। 'ই/E' প্রতিনিধিত্ব করছে এক্সেন্ট্রিক বা খামখেয়ালি। সবশেষে 'টি/T' থেকে ট্র্যাজেডি।
বাজেট ঘিরে মোদী সরকারের (Modi Government) নিন্দায় অভিষেক বললেন, প্রধানমন্ত্রী এক নড়বড়ে জোট নিয়ে চলছেন। যার সময়ে শেষ হয়ে এসেছে। পাঠানের সংলাপ স্মরণ করে 'একটু অপেক্ষা করুণ। আর নিজের সিট বেল্ট বেঁধে নিন কারণ আবহাওয়া খারাপ হতে চলেছে' বলে নিজের বক্তব্য শেষ করলেন তৃণমূল সাংসদ।
'''Thora sabar rakhiye, Kursi ki peti bandh lijie, Mausam begadne wala hai"'
.TMC (@AITCofficial) Nat'l Gen Secy & MP Hon'ble Abhishek Banerjee (@abhishekaitc) in Parliament!@AITC_Parliament pic.twitter.com/hzQDOPo7ZS
— Rakesh Dey (রাকেশ দে)💚 (@rakeshDeytmc) July 24, 2024