আগরতলা, ৮ অগাস্ট: ত্রিপুরায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে রাজ্যে এলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। ত্রিপুরায় এসে অভিষেক সাংবাদিকদের বললেন,"ত্রিপুরায় বিরোধীদের রাস্তায় নামার অধিকার নেই। গণতন্ত্র বিপন্ন। মানুষ আক্রান্ত। চ্যালেঞ্জ করলে জেলে ঢোকানো হচ্ছে। আক্রান্তদের জেলে ঢোকানো হয়েছে। বিজেপি নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভাবছেন ত্রিপুরায় আসতে হলে ভিসা নিয়ে ঢুকতে হবে। কর্মসূচি করার অধিকার নেই। ত্রিপুরায় ঢুকলে পুলিস দিয়ে গ্রেফতার করাচ্ছে।"শনিবার রাতে খোয়াই থানার পুলিশ ধলাবিল চৌহমুনী এলাকা থেকে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের ১৪ জনকে। এরপর নড়চড়ে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
The GOONS of @BJP4Tripura have shown their TRUE COLOURS!
This barbaric attack on Trinamool workers reveals the 'GOONDA RAJ' in #Tripura under @BjpBiplab's Govt.!
Your threats and attacks only prove your inhumanity.
DO WHAT YOU CAN.. Trinamool will not budge an INCH! pic.twitter.com/9K6ZPECrNq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2021
এদিকে, ত্রিপুরায় গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের খোয়াই থানা থেকেই জামিনের চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের নির্দেশে আগেই খোয়াই থানার পৌঁছে যান মন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ আর দোলা সেন-র মত নেতারা।
Democracy in Tripura under @BJP4India rule!
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), সুদীপ রাহা (Sudip Raha) এবং জয়া দত্ত (Jaya Dutta) ত্রিপুরায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। দেবাংশুদের অভিযোগ, তাদের গাড়িতে ভাঙচুর চালিয়েছে বিজেপি-র কর্মী, সমর্থকরা। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব তৃণমূল। বাংলায় বিধানসভা ভোটে জয়ের পর এবার ত্রিপুরায় বিজেপি সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল। ত্রিপুরায় বিজেপির শাসনকালের অবসান ঘটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরায় গিয়ে সংগঠন দেখভাল করবেন বলেও জানানো হয়েছে জোড়াফুল শিবিরের তরফে।