নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির (Pranab Mukherjee) প্রয়াণে শোকস্তব্ধ আপামর দেশবাসী। সমস্ত রাজনৈতিক দলের চোখের জলে বিদায় নিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়াহ নাইডু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেস, বিজেপি দলনেতারা তাঁকে রাজাজি মার্গের বাসভবনে করোনা সতর্কবিধি মেনেই শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে আসেন। পুস্পস্তবক দিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হয়। করোনা সতর্কতার মধ্যেই শেষকৃত্য হয় প্রাক্তন রাষ্ট্রপতির। পিপিই কিট পরে শেষকৃত্য করেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখার্জি (Abjijit Mukherjee)।
শেষকৃত্যের পর তিনি সংবাদমাধ্যমকে জানান,"বাবার উপস্থিতি ছিল আমাদের পরিবারের একমাত্র অবলম্বন, প্রতিনিয়ত তাঁর অনুপস্থিতি অনুভব করব। আমি মনে করি কোভিড তাঁর মৃত্যুর মূল কারণ ছিল না মস্তিষ্কের অপারেশনের জন্যতাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল। তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার আমার পরিকল্পনা ছিল তবে বর্তমান বিধিনিষেধের কারণে আমরা এটি করতে পারিনি।" আরও পড়ুন, দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখার্জির, গান স্যালুটে শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে
His presence was support for our family, we'll miss him. I feel COVID was not the main factor for his death rather it was the brain operation. I had plans to take him to West Bengal but due to current restrictions we couldn't do so: Abhijit Mukherjee, son of #PranabMukherjee pic.twitter.com/wGrRllhwH5
— ANI (@ANI) September 1, 2020
তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সমগ্র দেশ আজ চিরবিদায় জানায় তাঁদের প্রাক্তন রাষ্ট্রপতিকে। তাঁর বাসভবনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি শেষশ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষও। সোমবার প্রাক্তন রাষ্ট্রপ্রতির প্রয়াণে দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। ৮৪ বছর বয়সে রাজধানীর আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই অমৃতলোকে যাত্রা করলেন প্রণববাবু।