
নয়াদিল্লি, ২১ জুনঃ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোনরকম উন্নতি হওয়া তো দূর উলটে আরও অবনতি ঘটতে থাকে। এরপরেই আর সময় নষ্ট না করে দিল্লির এমস হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয় অভিজিৎকে। আইসিইউ-তে (ICU) রেখে চিকিৎসা চলছে তাঁর। জানা যাচ্ছে, এখনই হাসপাতাল থেকে ছাড়া পারেন না সাংসদ। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে। আগামী দু থেকে তিন মাস হাসপাতালেই চিকিৎসা চলবে তাঁর।
হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সাংসদের চিকিৎসার বিষয়টি দেখাশোনার দায়িত্ব নিয়েছে বিজেপি (BJP)। অভিজিতের চিকিৎসার বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজেজু দেখবেন। প্রতিদিনের রিপোর্ট নেবেন স্পিকার ওম বিড়লা। লোকসভার সচিবালয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখবে। সাংসদের স্বাস্থ্যের খবর নেবে। এছাড়াও তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে দিল্লিতে আসতে বলা হয়েছে। অভিজৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় যাবতীয় সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের উপর।
জানা গিয়েছে, বছর ৬৩-র সাংসদ প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত। সেই সঙ্গে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস ধরা পড়েছে। বৃহস্পতিবার বিকেলের বিমানে কলকাতা থেকে দমদম নিয়ে যাওয়া হয়েছে গুরুতর অসুস্থ অভিজৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay)।