Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

Haryana Assembly Elections 2024: হরিয়ানায় ইন্ডিয়া জোটে জট। লোকসভায় জোট হলেও হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর আম আদমি পার্টি-র জোট প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পথে। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ২০টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল আপ। সঙ্গে আপের হরিয়ানা ইউনিটের প্রধান সুশীল গুপ্তা ঘোষণা করলেন, "আজ প্রথম দফায় আমরা ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলাম। এবার দ্বিতীয় দফায় রাজ্যের সব কটি আসনেই প্রার্থীদের নাম জানানো হবে।"

সোমবার পর্যন্ত কংগ্রেসকে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সময় দিল অরবিন্দ কেজরিওয়ালের দল। তারপর হরিয়ানায় কটা আসনে লড়া হবে, তা জানাবে আপ। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় এক দফায় হবে ভোটগ্রহণ।

সেখানে আম আদমি পার্টিকে হরিয়ানায় কংগ্রেস ৭টি আসন ছাড়তে রাজি হয়েছে। কিন্তু আপ অন্তত ১০-১২ আসনে লড়তে চায়। লোকসভা ভোটে INDIA জোটের আসন সমঝোতায় হরিয়ানার ১০টি-র মধ্যে ৯টি-তে প্রার্থী দিয়েছিল কংগ্রেস আর একমাত্র কুরুক্ষেত্রে লড়েছিল আপ।

দেখুন হরিয়ানার ২০টি আসনে আপের প্রার্থী তালিকা

চলতি বছর লোকসভা নির্বাচনে হরিয়ানা থেকে কংগ্রেস ৫টি লোকসভা আসনে জেতে, আর হেরে গেলেও কংগ্রেসের সঙ্গে জোট গড়ার সুফল পেয়ে কুরুক্ষেত্রে বেশ ভাল ভোট পায় আপ।