দুর্নীতির কারণে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল আম আদমি পার্টি (Aam Admi Party)। এবার পঞ্জাবেও শুরু হল একই ইস্যু। দুর্নীতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের বিধায়ক রমন আরোরা। শুক্রবার জলন্ধরে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ভিজিল্যান্স ব্যুরোর আধিকারিকরা। তারপরেই গ্রেফতার করা হয় রমনকে। বেশ কয়েকদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। যদিও সে প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন। তবে এদিন গ্রেফতারির পর সে কার্যত নীরব হয়ে যান।

জালিয়াতিকাণ্ডে নাম জড়ায় আপ বিধায়কের

জানা যাচ্ছে, রমনের বিরুদ্ধে ভুয়ো নোটিশ পাঠিয়ে নিজের বিধানসভা এলাকার প্রতিপত্তিশালী ব্যক্তিদের থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, জলন্ধর পুরসভার একাধিক আধিকারিকও নাকি এই চক্রের মধ্যে সামিল ছিলেন। সম্প্রতি তাঁদের মধ্যে কয়েকজন গ্রেফতার হন। তারপরেই উঠে আসে রমনের নাম। ঘটনার তদন্তে নেমে শুক্রবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে ভিজিল্যান্স ব্যুরো।

প্রভাবশালী নেতা ছিলেন রমন আরোরা

প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী রমন আপের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তিনি জলন্ধর সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। একমাত্র তাঁর নিরাপত্তার জন্য ১৪ জন বন্দুকধারী নিরাপত্তা দল ছিল। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সেই নিরাপত্তা প্রত্যাহার করে। এই নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধও ছিলেন তিনি।