Arvind Kejriwal In Delhi Assembly (Photo Credit: ANI/X)

Major House Tax Relief: নির্বাচনী প্রচারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েও লাভ হয়নি। অরবিন্দ কেজরিওয়ালের একের পর এক জনমোহনী প্রকল্পকে অস্বীকার করে দিল্লিবাসী আগামী পাঁচ বছরের জন্য বেছে নিয়েছে বিজেপি-কে। গত দশ বছর ধরে দেশের রাজধানীতে দাপিয়ে রাজ করা কেজরিওয়ালের দল মাত্র ২২টি আসনে জিতে দিল্লির রাজনীতিতে কোণঠাসা হয়ে গিয়েছে। এবার ফিরে আসার লড়াইয়ে নেমে আপের অস্ত্র যে জনগণের সুবিধা করে দেওয়া, সেটা ফের বুঝিয়ে দিলেন কেজরি। আপের দখলে থাকা দিল্লির পুরসভা নিগম শহরবাসীর জন্য দুটি বড় পুরস্কার ঘোষণা করল। দুটি শহরবাসীর করের চাপ লাঘব করতে।

কর মকুব

সম্প্পতি হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর আপ শাসিত পুরনিগমের ঘোষণা, দিল্লির সব পুরনো বাড়ির সম্পত্তি কর মকুব করা হল এবং ১০০ গজের কম জায়গা থাকা বাড়ির জন্য আর কোনও কর দিতে হবে না, আর ১০০ থেকে ৫০০ গজের বাড়ির জন্য অর্ধেক টাকার সম্পত্তি কর দিতে হবে না। কেজরিওয়ালের শহুরে ভোটব্য়াঙ্কে পুরোপুরি ধস নেমেছে। এই ধস ঠেকাতেই দিল্লি পুরসভায় কর মকুব করে ফিরে আসার লড়াই শুরু করলেন আপ প্রধান।

দিল্লিবাসীর জন্য বড় ঘোষণা আপ শাসিত পুরসভার

২০২২ দিল্লি পুরসভার ভোটে জয় পেয়েছিল আপ

২০২২ দিল্লি পুরনিগম নির্বাচনে ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল আপ। সেখানে বিজেপি পায় ১০৪টি ওয়ার্ড, কংগ্রেস ৯টি-তে জেতে।