Gun, Representational Image (Photo Credit: File Photo)

এবার আপ নেতাকে খুনের চেষ্টা করলর প্রাক্তন পুলিশকর্তা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) শ্রী আনন্দপুর সাহেবের আগমপুর গ্রামে। আহত আপ নেতা নিতীন নন্দার মাথায় গুলি লাগে। তাঁকে তড়িঘড়ি আনন্দপুর সাহেব সিভিল হাসপা্তালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে অভিযুক্ত দিলশের সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুজনের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সেই বিবাদের কারণেই এই হামলা।

জমি নিয়ে বিবাগ

পুলিশসূত্রে খবর, এদিন এলাকারই এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতীন ও দিলশের। সেখানেই দুজনের মধ্যে জমি সংক্রান্ত কারণে কথা কাটাকাটি শুরু হয়। তখনই নিতীনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে দিলশের। তারমধ্যে একটি গুলি আপ নেতার মাথায় লাগে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সে। প্রতিবেশী ও বাড়ির সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয়রাই পুলিশে খবর দেয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দিলশের সিং চণ্ডিগড়ের প্রাক্তন ডিএসপি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশের তদন্তকারী দল। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। অন্যদিকে আপ নেতার অবস্থা আশঙ্কাজনক।