মুম্বই: চারদিকে চাকরি হারানোর খেলা চলছে। সাম্প্রতিক কালে বিষয়টা মনে হয় শুরু করেছিলেন টুইটারের বর্তমান মালিক ইলেন মাস্ক। তার পর কর্মী ছাঁটাই (workforce)-এর রাস্তায় হেঁটেছিলেন বহু কোম্পানি।
সূত্রের খবর, আমাজন ইন্ডিয়ার (Amazon India ) তরফে ১ শতাংশ কর্মী ছাঁটাই (layoffs) করা হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার জন ভারতীয় কর্মচারী।
সর্তকতা: অ্যান্ডি জ্যাসি জানান, বিশ্বব্যাপী ১৮০০০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চাইছে অ্যামাজন।
Amazon India to lay off 1% of its workforce as part of ongoing layoffs, 1,000 Amazon India employees to be impacted, sources to @Shilparanipeta
Alert: Andy Jassy said on Thurs that Amazon plans to eliminate just over 18,000 roles globally pic.twitter.com/uOtTKWbhAO
— CNBC-TV18 (@CNBCTV18Live) January 6, 2023