Amazon (Photo Credit: Wikimedia Commons)

মুম্বই: চারদিকে চাকরি হারানোর খেলা চলছে। সাম্প্রতিক কালে বিষয়টা মনে হয় শুরু করেছিলেন  টুইটারের বর্তমান মালিক ইলেন মাস্ক। তার পর কর্মী ছাঁটাই (workforce)-এর রাস্তায় হেঁটেছিলেন বহু কোম্পানি।

সূত্রের খবর, আমাজন ইন্ডিয়ার (Amazon India ) তরফে ১ শতাংশ কর্মী ছাঁটাই (layoffs) করা হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার জন ভারতীয় কর্মচারী।

সর্তকতা: অ্যান্ডি জ্যাসি জানান, বিশ্বব্যাপী ১৮০০০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চাইছে অ্যামাজন।