প্রতীকী ছবি (ফাইল ফটো)

শুনশান জায়গায় ডেকে বন্ধুকে গুলি করে হত্যা। তারপর পুকুরপারে দেহ লোপাট করে মৃতের ফোন নিয়েই ১৬ দিন বিভিন্ন প্রান্তে ঘুরে বেরালো অভিযুক্ত। অবশেষে সেই ফোনের লোকেশন ট্র্যাক করেই গ্রেফতার অভিযুক্ত। সম্প্রতি এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় আরেক যুবকও জড়িত রয়েছে। ইতিমধ্যেই তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

নিখোঁজ যুবকের নিথর দেহ উদ্ধার

জানা যাচ্ছে গত ১ মে কুডেল থানা এলাকার বাসিন্দা বিশালকে স্থানীয় একটি জলাশয়ের কাছে ডেকে পাঠায় তাঁরই বন্ধু রোহিত পারমার। সেখানেই কোনও একটি বিষয় নিয়ে বচসা হওয়ায় বিশালকে গুলি করে খুন করে রোহিত। ঘটনাস্থলে তাঁদের আরেক বন্ধুও ছিল। যদিও তাঁর নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। ঘটনার পর বিশালের দেহ পুকুরপারে পুঁতে দেয়। এবং তাঁর ফোনটি নিজের কাছে রাখে।

গ্রেফতার অভিযুক্ত

এদিকে ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও ছেলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশালের বাবা-মা। তাঁর ফোনে কল করলে কেউ রিসিভ করে না। এরমধ্যেই ৩ মে বিশালের ফোন থেকে মেসেজ আসে যে সানওয়ারি শেঠ এলাকায় ঘুরতে গিয়েছে সে। আর তাতেই সন্দেহ হয় পরিবারের সদস্যের। তাঁরা স্থানীয় থানায় গত ৩ মে মিসিং ডায়েরি করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শুক্রবারই আটক করে রোহিতকে। তাঁকে জেরা করতেই সব তথ্য সামনে আসে। তাঁর থেকেই উদ্ধার হয় বিশালের ফোন।