সম্পর্কের মাঝে নাক গলিয়ে খুন হতে হল এক তরুণীকে। জানা যাচ্ছে বেঙ্গালুরুর (Bengaluru) এক অভিজাত এলাকায় অবস্থিত একটি পিজিতে থাকতেন বছর ২৪-এর কূৃতি কুমারী (Kriti Kumari)।  গত শুক্রবার রাতে সেই লেডিস পিজিতে তাঁর ঘরে ঢুকে খুন করে অভিযুক্ত যুবক অভিষেক। এই গোটা ঘটনাটি রেকর্ড হয় পিজিতে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থলে পুলিশ এসে কৃতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনিবারের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু হলে জানা যায় অভিষেক এবং তাঁর প্রাক্তন প্রেমিকার সম্পর্ক ভেঙেছিল কৃতি। সেই কারণেই রাগের বশে তাঁকে খুন করে ওই যুবক।

পুলিশসূত্রে খবর, ওই যুবকের প্রাক্তন প্রেমিকা কৃতির রুমমেট ছিল। দীর্ঘ কয়েকমাস ধরেই ওই তরুণীর সঙ্গে অভিষেকের ঝামেলা হচ্ছিল। ঝামেলার কারণ ছিল বেকারত্ব। অভিষেক দীর্ঘদিন ধরেই চাকরির চেষ্টা করছিল কিন্তু তা হচ্ছিল না। আর দুজনের ঝামেলার মাঝে ঢুকে পড়েছিলেন কৃতি। রুমমেটকে সে বোঝাতো যে বেকার যুবকের পাল্লায় না পড়তে এবং সম্পর্ক শেষ করার পরামর্শও দেয় সে। আর তারপরেই বাধ্য হয়ে সম্প্রতি সম্পর্ক শেষ করেন ওই তরুণী। এরপর একবার ওই পিজিতে এসে প্রেমিকাকে মানানোর চেষ্টা করে। সেই সময় কৃতি মাঝখানে এসে যুবকের সঙ্গে ঝামেলা করে তাঁকে ঘর থেকে বের করে দেয়। এমনকী রুমমেটকে অন্যত্র শিফট হতে সাহায্যও করেন কৃতি।

আর এই ঘটনার পর ক্ষোভে ফেঁটে পড়ে অভিষেক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুক্রবার রাতে একটি প্লাস্টিক ব্যাগ নিয়ে কৃতির রুমের সামনে হাজির হয় সে। দরজা খুলতেই ভেতরে ঢোকে সে। তার কিছুক্ষণ বাদেই কৃতির সঙ্গে ধস্তাধস্তি করতে করতে বাইরে আসে অভিষেক। যুবকের হাতে ছুরি ছিল আর সেটি আটকানো নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হচ্ছিল। তারপর জোর করে ছুরিটি প্রথমে পেটে ঢুকিয়ে দেয়। তারপর বুকে দুই তিনবার কোপায়। আর তারপরেই শক্তি হারাতে শুরু করেন কৃতি। এরপর গলায় কয়েকটি কোপ বসায় অভিষেক। তারপর মাথা থেকে কিছুটা চুল ছিঁড়ে নিয়ে পালায় অভিষেক। রক্তাক্ত অবস্থায় পিজির কডিডোরে বসে থাকে কৃতি। তাঁর চিৎকারে পিজির বাকি মহিলারা এসে ঘটনাটি দেখে এবং তাঁরাই পুলিশ ফোন করে খবর দেয়।ে ফোন ।