ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ একই বংশের দুই ছেলেমেয়ের বিয়ে(Wedding) এই 'অপরাধে' যুগলকে লাঙলে বেঁধে ঘোরাল গ্রামবাসীরা সোশ্যাল মিডিয়ায়(Social Media) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল ভিডিয়ো ঘিরে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট জেলার নারায়ণপাটনা ব্লকের আদিবাসী অধ্যুষিত নাদিমেইতিকি গ্রামে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, একই বংশের মধ্যে বিয়ে করায় ওই দম্পতিকে এই 'শাস্তি' দেওয়া হয় গ্রামের মোড়লদের উপস্থিতিতে ঙলের সঙ্গে বেঁধে গ্রামে ঘুরতে বাধ্য করা হয় ওই দম্পতিকে

ভাইরাল ওড়িশার গ্রামের এক 'নির্মম' ছবি

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিল এই যুগল এরপর তাঁরা বিয়ে করেন আর এই বিয়ের মাধ্যমে তাঁরা আদিবাসী সমাজের রীতি ভেঙেছেন। এই 'অন্যায়'এর শাস্তি হিসেবে তাঁদের এই কাজ করানো হয়েছে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছেশুদ্ধিকরণ অনুষ্ঠান এই ঘটনা প্রসঙ্গে ওই গ্রামের বাসিন্দা নাগেশ তান্ডি বলেন, "এই দম্পতি আমাদের সমাজের ঐতিহ্য এবং প্রথা ভেঙেছেন। এই ধরনের সম্পর্ক আমাদের সমাজে দুর্ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস আমাদের। এই ধরনের কাজ ফসলের উপর প্রভাব ফেলে। তাই প্রতীকী শাস্তি দিয়ে সতর্ক করা হয়েছে তাঁদেরকে। শুদ্ধিকরণই একমাত্র রাস্তা তাঁদের ঘরে তোলার"

একই বংশের মধ্যে বিয়ে, দম্পতিকে লাঙল বেঁধে ঘোরাল গ্রামবাসীরা, ভাইরাল ভিডিয়ো