দুর্ঘটনার কবলে গাড়ি (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। গুগল ম্যাপের (Google Map) উপর ভরসা করেই বিপত্তি। কন্টেনারের সঙ্গে গাড়ির ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু দুই মহিলার। হাসপাতালে আশঙ্কাজনক আরও দুই। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের মুন্ডা পাণ্ডে এলাকার বাইপাসে। জানা গিয়েছে, গুগল ম্যাপে দেখে রাস্তা দেখতে গিয়েই ভুল পথে চলে যায় গাড়ি। আর তখনই অপর দিক থেকে আসা একটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল সে বাতাসে ভেসে কিছু দূর গিয়ে পড়ে গাড়িই। এই ঘটনাত কার্যত দু'টুকরো হয়ে যায় গাড়িটি।

গুগল ম্যাপই কাড়ল প্রাণ, দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ২ যাত্রী আহত বাকিরা

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই গাড়িতে চারজন যাত্রী ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর। মৃত যাত্রীদের মধ্যে দ'জনই মহিলা বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর জখম হন আরও দুই জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয় পুলিশের তরফে।

 গুগল ম্যাপে ভরসা করেই বিপত্তি, ভুল পথে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ২, আহত ২