মোডাসা, ২ সেপ্টেম্বর: গুজরাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭জন তীর্থযাত্রী (Accident) । আহত হয়েছেন ৬ জন। একটি এসইউভি গাড়ি করে তাঁরা যাচ্ছিলেন তখনই এই দুর্ঘটনা ঘটে গুজরাতের আরাবল্লী জেলায়। আরও পড়ুন-Abhishek Banerjee Arrives At ED Office: কয়লা কেলেঙ্কারি মামলায় ইডি-র দপ্তরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভিডিও
জানা গেছে, তীর্থযাত্রীর দলটি পাঁচমহল জেলায় একটি সঙ্ঘের আয়োজনে পদযাত্রায় শামিল হতে যাচ্ছিল। বানসকন্ঠের আম্বাজি মন্দিরে যাওয়ার পথেই কৃষ্ণপুরা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে এবং মৃত্যু হয় তাঁদের।
মালপুর পুলিশ সাব ইন্সপেক্টর আর. এম দেশাই সাংবাদিকদের জানিয়েছেন, মহারাষ্ট্রের নম্বরের একটি ইনোভা গাড়ি সকাল সাড়ে সাতটা নাগাদ তীর্থযাত্রীদের গাড়িটিকে ধাক্কা দেয়। ড্রাইভারের বিরুদ্ধে অসতর্ক ভাবে গাড়ি চালানোর জন্য কেস করা হয়েছে। দুর্ঘটনায় আহত ওই গাড়ির চালক মোডাসা হাসপাতালে ভর্তি আছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লাখ ও আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন ।