২০২২-এর পর আবারও গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। আফ্রিকান দেশগুলির পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানেও কয়েকজন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। এমনকী এদেশের কেরল, তামিলনাড়ুতেও উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই হু-এর তরফ থেকে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এমপক্সের প্রাদুর্ভাব দেখে তামিলনাড়ুর হাসপাতালে মঙ্গলবার থেকে খোলা হয়েছে স্পেশাল ওয়ার্ড। থুতকুরি মেডিকেল কলেজ ও হাসপাতালে (Thoothukudi Government Medical College and Hospital) আজ থেকে চালু হল এমপক্সের ওয়ার্ড। জানা যাচ্ছে, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে চিকিৎসা করানোর কারণেই এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।
হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শিবকুমার জানিয়েছেন, "আমাদের কাছে রাজ্য স্বাস্থ্য দফতর ও কেন্দ্র সরকারের থেকে নির্দেশ আসে যে অবিলম্বে যেন মাঙ্কি পক্সের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হয়। সেই নির্দেশ পেতেই এই বিশেষ ব্যবস্থা। থুতকুরি এলাকার সিপোর্ট এবং এয়ারপোর্ট এলাকার প্রতিটি মানুষ এসে এখানে পরীক্ষা করাতে পারেন এবং যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের মধ্যে যদি কোনও উপসর্গ থাকে তাহলে এখানে আসতে পারবেন"। এছাড়া তামিলনাড়ুর বাকি সরকারি হাসপাতালেও একই নির্দেশিকা পৌঁছেছে। সেইমতো তাঁরাও পদক্ষেপ নিচ্ছেন বলে খবর।
#WATCH | Tamil Nadu: Thoothukudi Government and Medical College Principal Dr.Sivakumar says, "Since we received a notification from both the central and state government about the monkey pox, we started acting. As Thoothukudi has seaport and airport, the disease is likely to come… https://t.co/WrKy2sDFUr pic.twitter.com/Oq1xaGAyJ6
— ANI (@ANI) August 27, 2024