হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Photo Credits: IANS)

আগামী পয়লা অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন (Haryana Assembly Elections) রয়েছে। তবে এই নির্বাচনের পর আদৌ বিজেপি ক্ষমতায় থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমনিতেই দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। টানাপোড়েন চলছে মনোহর লাল খট্ররের (Manohar Lal Khattar) সমর্থক ও মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহানির (Nayab Singh Saini) সমর্থকদের মধ্যে। তারপর আবার রাজ্যে কংগ্রেসে উত্থান নিয়েও যথেষ্ট চিন্তিত বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই অবস্থা ৯০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি না কংগ্রেস কে পায় এখন সেটাই দেখার। তবে ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ খট্টর সহ একাধিক বিজেপি নেতাকে নিয়ে শুক্রবার রাতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও এই বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাহানি রয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।