
নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশের(Madhya Pradesh) হাসপাতালে(Gwalior Hospital Fire) ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যরাতে প্রসূতি বিভাগে আগুন। এসি বিস্ফোরণের জেরে আগুন বলে খবর। আতঙ্ক ছড়াল গোটা হাসপাতালে। জানা গিয়েছে,শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিওরের কমলা রাজা হাসপাতালে। এসি বিস্ফোরণের জেরে আচমকাই আগুন লাগে ওই হাসপাতালের প্রসূতি বিভাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। তড়িঘড়ি ওই ওয়ার্ড থেকে প্রায় ১৫০ জন রোগীকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। এরপর দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে।
মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীরা
গোয়ালিওর পুরসভার ফায়ার অফিসার অতিবাল সিং বলেন, "গোয়ালিওয়ের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন লেগেছে বলে খবর পাই। সঙ্গে সঙ্গে ওই হাসপাতালের সবথেকে কাছে থাকা ফায়ার স্টেশন থেকে দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে। মূলত এসি বিস্ফোরণের জেরে আগুন লাগে ওই ওয়ার্ডে। সেই সময় ওই ওয়ার্ডে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স ও রোগীরা। জানালা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। এভাবে জানলা ভেঙে না বেরনো গেলে বড়সড় বিপদ হতে পারত। এই ঘটনায় কোনও প্রাণহানী হয়নি।"
মধ্যরাতে হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন
MP: Fire breaks out at Kamla Raja Hospital in Gwalior, patients evacuated safely
Read @ANI Story l https://t.co/6KDUj58ibt#MadhyaPradesh #HospitalFire #Gwalior pic.twitter.com/HzvSsUA9zu
— ANI Digital (@ani_digital) March 16, 2025