দিল্লি সরকারের আবগারি নীতি দুর্নীতি কাণ্ডে গত ১০ মার্চ ইডি গ্রেফতার করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোয়দিয়া (Manish Sisodia)-কে। এরপর মণীশ বারবার জামিনের আবেদন করলেও প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়। এবার মণীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ আরও দু সপ্তাহ বাড়িয়ে, পয়লা মে পযর্ন্ত করল দিল্লির এক আদালত।
মণীশকে এখনই জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আশঙ্কায় তাঁর বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ বাড়ানো হল। ইডি-র অভিযোগ মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা অবৈধবাবে নেন মণীশ সিসোদিয়া ও তার দল আম আদমি পার্টি। আরও পড়ুন-কোভিড বুস্টারে এবার ভালর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি, দাবি AIIMS-এর চিকিৎসকের
দেখুন টুইট
A court in New Delhi extended former Delhi DyCM #ManishSisodia's judicial custody by two weeks in connection with the #excisepolicycase being investigated by the Enforcement Directorate (ED).
Photo: File pic.twitter.com/kSYxI3iszt
— IANS (@ians_india) April 17, 2023
গতকাল, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি নিয়ে দীর্ঘ ৯ ঘণ্টা জেরা করে সিবিআই। মণীশও এক মাসের বেশী সময় জেলে কাটাতে চলেছেন।