Bareilly Class 10 Student Threatens To Blow Up School: ২ লক্ষ টাকা না দিলে বোমায় উড়বে স্কুল, হুমকি দিয়ে পুলিশের জালে পড়ুয়া
বোমার প্রতীকী ছবি (Representational Image/ File Photo)

বরেলি, ২০ ফেব্রুয়ারি: দু’লক্ষ টাকা না দিলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। এই অভিযোগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির এক স্কুলের দশম শ্রেণির ছাত্রকে আটক করল পুলিশ। ইতিমধ্যেই ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর পড়াশোনার পাশাপাশি খবরের কাগজের হকারিও করে। ধৃত ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৬ ও ৫০৭ ধারায় মামলা রুজু হয়েছে। স্কুলের ম্যানেজার অনিলসিং জানিয়েছেন, রবিবার স্কুলে একটি হুমকি চিঠি আসে। তাতে লেখা ছিল পুলওয়ামা হামলার কায়দায় স্কুল উড়িয়ে দেওয়া হবে। যদি না দুই লক্ষ টাকা দেওয়া হয়। যদি দাবি মতো টাকা না আসে তাহলে স্কুল ও বাড়ি উড়িয়ে দেওয়া হবে। দুই জায়গাতেই বোমা রাখা হয়ে গিয়েছে।

চিঠি পেয়েই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলওয়ামার কায়দায় স্কুল ওড়ানোর খবর পেয়ে বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় তল্লাশি।  স্কুলে তখন ৪০০ পড়ুয়া ছিল, সবাইকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে চিরুণী তল্লাশির পরেও বোমার টিকি মেলেনি। ফের বুধবার হুমকি চিঠি পায় স্কুল কর্তৃপক্ষ, তাতে স্পষ্ট লেখা দুই লক্ষ টাকা না দিলে সত্যিই উড়বে স্কুল। তদন্তে নেমে পুলিশ দেখে হুমকি চিঠি লেখা হয়েছে বিজ্ঞানের খাতার পাতা ছিঁড়ে। এরপরই কেমন সন্দহে হওয়ায় স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নোটবই জমা নেওয়া হয়। সেসব পরীক্ষা করতে গিয়েই নাটের গুরুকে চিহ্নিত করে ফেলেন গোয়েন্দারা। আরও পড়ুন-Nirbhaya Rape and Murder Case: জেলের দেওয়ালে মাথা ঠুকে কপাল ফাটাল নির্ভয়ার ধর্ষক খুনি বিনয় শর্মা

এরপর এসএসপি শৈলেশ পাণ্ডে বলেন, “আমরা অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছি। পুলিশ যখন সেই ছাত্রকে জেরা করতে শুরু করে তখনই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। এমনকী, জেরার মুখে সুদত্তরও দিতে পারেনি সে। তবে জানায় কেউ একজন তাকে এই হুমকি চিঠি লিখতে বাধ্য করেছে। ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ দায়ের হয়েচে। এই ঘটনায় জড়িত দ্বিতীয় ব্যক্তির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।”