প্রতীকী ছবি (Photo Credits: PTI)

চিকিৎসার গাফিলতির কারণে শিশুমৃত্যু কর্ণাটকের (Karnataka) মান্ড্যাতে। গত শনিবার ঘটনাটি ঘটেছে মান্ড্যার এমআইএমএস হাসপাতালে। জানা যাচ্ছে, কয়েকদিন আগে নেল্লোরে গ্রামের মালাভাল্লি এলাকার এক দম্পতি পায়ের ব্যাথা নিয়ে বছর সাতেকের সঞ্জনাকে হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু ভুল ওষুধ দেওয়ার কারণে শনিবার তাঁর মৃত্যু হয়। এর প্রতিবাদে রবিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে মৃতের পরিবার, পরিজন ও স্থানীয় রাজনৈতিক দল। তাঁদের দাবি অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যেন কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়।

ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২৯ মে পায়ের হাড় ভেঙে যাওয়ার কারণে সঞ্জনাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বাবা-মা। এরপর শনিবার সকালে তাঁকে অস্ত্রপোচার করে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করে চিকিৎসকরা। অভিযোগ, তারপর থেকেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। ঘন ঘন বমি হয়। রাতে তাঁর চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

পরিবারের অভিযোগ, ভুল ওষুধ দেওয়ার কারণে মৃত্যু হয়েছে নাবালিকার।ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে মেয়েটির দেহ উদ্ধার করে কে আর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।