পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের (Bihar) বাঙ্কা জেলায়। রাগের মাথা দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চন্দন ব্লকের বিহাই মোড় এলাকায়। জানা যাচ্ছে, কর্মসূত্রে মহিলার স্বামী মুম্বই থাকতেন। বাড়িতে শাশুড়ির সঙ্গে থাকতেন মহিলা ও তাঁর দুই সন্তান। এদিকে ঘটনার পর থেকে মৃতার শাশুড়ি পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল এসে ইতিমধ্যেই তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

উদ্ধার করা হয়েছে মৃতদেহগুলি

মৃত মহিলার নাম সুজিতা দেবী (২৫)। এদিন শাশুড়ির সঙ্গে অশান্তি কারণে রাগের মাথায় তাঁর এক ছেলে শিবম কুমার (৫) এবং ১৫ মাসের শিশুকন্যা লক্ষ্মী কুমারীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সুজিতা। এদিকে দীর্ঘক্ষণ খোজাখুঁজির পর তিনজনকে না পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। এরমধ্যেই স্থানীয় একটি ব্যক্তি এলাকার একটি কুয়োতে উঁকি মেরে দেহগুলি ভাসতে দেখতে পায়। তারপরই পুলিশকে জানানো হলে তাঁরা দেহটি উদ্ধার করার কাজ শুরু করে।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত

দেহগুলি উদ্ধার করতে গিয়ে পাম্পের মাধ্যমে কুয়োর জল টেনে ফেলা হয়। তারপর উদ্ধারকারী দল দেহ তিনটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা সকরেন। ঘটনার পর থেকেই পলাতক মৃতার শাশুড়ি। অন্যদিকে, মৃতার স্বামীকে জেরার জন্য তলব করা হয়েছে।