চলতি বছর আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান পেলেন মোট ৯ জন। প্রথম স্থানে থাকা ৯ জন পরীক্ষার্থীই পেলেন ৯৯.৮০ শতাংশ নম্বর। মেধা তালিকায় প্রথমে স্থানে থাকা ৯ জনের মধ্যে আছেন বাংলার সম্বিত মুখোপাধ্য়ায়। আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। অন্যদিকে, আইএসসি দ্বাদশ শ্রেণীতে মেধা তালিকায় প্রথম স্থানে আছেন মোট পাঁচজন। তাঁরা সবাই ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছেন।
আইএসসি-তে দেশের মধ্যে প্রথম ইপ্সিতা ভট্টাচার্য, রিয়া আগরওয়াল, মান্য গুপ্তা, শুভম কুমার আগরওয়াল, মহম্মদ আরিয়ান তারিক। আইএসসি-তে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। আরও পড়ুন-CBSE বোর্ডের ক্লাস ১২-এর পরীক্ষায় দুটি বিষয়ে ফেলের জের, ড্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী
দেখুন টুইট
9 students share top rank in CISCE Class 10 exam with 99.80 pc, 5 share first rank in Class 12 with 99.75 pc marks: Secy Gerry Arathoon
— Press Trust of India (@PTI_News) May 14, 2023
দেখুন টুইট
CISCE results: 98.94 per cent students pass Class 10 exam, 96.93 per cent clear Class 12
— Press Trust of India (@PTI_News) May 14, 2023
আজ, রবিবার দুপর ৩টে থেকে ফল দেখা যাচ্ছে cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী চলতি বছর দশম ও দ্বাদশ শ্রেণীর CISCE পরীক্ষা দিয়েছিলেন। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছিল এই পরীক্ষা। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানা যাচ্ছে ফল।