ফাইল ফটো

চলতি বছর আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান পেলেন মোট ৯ জন। প্রথম স্থানে থাকা ৯ জন পরীক্ষার্থীই পেলেন ৯৯.৮০ শতাংশ নম্বর। মেধা তালিকায় প্রথমে স্থানে থাকা ৯ জনের মধ্যে আছেন বাংলার সম্বিত মুখোপাধ্য়ায়। আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। অন্যদিকে, আইএসসি দ্বাদশ শ্রেণীতে মেধা তালিকায় প্রথম স্থানে আছেন মোট পাঁচজন। তাঁরা সবাই ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছেন।

আইএসসি-তে দেশের মধ্যে প্রথম ইপ্সিতা ভট্টাচার্য, রিয়া আগরওয়াল, মান্য গুপ্তা, শুভম কুমার আগরওয়াল, মহম্মদ আরিয়ান তারিক। আইএসসি-তে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। আরও পড়ুন-CBSE বোর্ডের ক্লাস ১২-এর পরীক্ষায় দুটি বিষয়ে ফেলের জের, ড্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী

দেখুন টুইট

দেখুন টুইট

আজ, রবিবার দুপর ৩টে থেকে ফল দেখা যাচ্ছে cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী চলতি বছর দশম ও দ্বাদশ শ্রেণীর CISCE পরীক্ষা দিয়েছিলেন। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছিল এই পরীক্ষা। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানা যাচ্ছে ফল।