Photo Credits: ANI

ইম্ফল: মণিপুরে (Manipur) ফের নতুন করে হিংসা (fresh violence) ছড়ানোর জেরে মৃত্যু হল (killed) ৯ জনের আর জখম হয়েছেন (injured) ১০ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব প্রান্তে (Imphal East) অবস্থিত খামেনলোক এলাকায় (Khamenlok area)। এরপরই ঘটনাস্থলে গিয়ে টহলদারি চালাচ্ছেন নিরাপত্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে প্রশাসনের তরফে।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে ইম্ফল-পূর্বের পুলিশ সুপার শিবকান্ত সিং জানান, বুধবার সকালে নতুন করে সৃষ্টি হওয়া হিংসাত্মক ঘটনার ফলে ইম্ফল পূর্বের খামেনলোক এলাকায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন ১০ জন। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর জখমদের হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসের শেষের দিক থেকে জাতিগত কারণে হিংসা ছড়িয়ে ছিল মণিপুরের বিভিন্ন জায়গায়। দুটি গোষ্ঠীর মানুষের মধ্যে সৃষ্টি হওয়া গণ্ডগোলের জেরে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং জখম হন প্রচুর মানুষ। ঝামেলার জেরে নষ্ট হয় প্রচুর সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে বেশ কয়েকদিন ধরে কার্ফুও জারি করা হয়। উপদ্রুত এলাকাগুলিতে রাজ্যের নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়। তারপর বেশ কিছুদিন শান্ত ছিল মণিপুর। তবে বুধবার ফের হিংসাত্মক ঘটনার ফলে ৯ জনের মৃত্যু ও ১০ জনের জখম হওয়ার ঘটনায় নতুন করে পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: Tejashwi Yadav Donates Blood: বিশ্ব রক্তদাতা দিবসে রক্ত দিলেন তেজস্বী যাদব, ভিডিয়োতে শুনুন জিতেন রাম মাঝির সম্পর্কে বিহারের উপমুখ্যমন্ত্রীর বক্তব্য