Covid 19 (Photo Credit: File Photo)

দিল্লি, ২২ ডিসেম্বর:  ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে ভারত জুড়ে। বুধবার সকালে গোটা দেশ জুড়ে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা ২১৩ থাকলেও, সূর্য অস্ত যেতে না যেতেই তা বেড়ে যায়। এই মুহূর্তে গোটা দেশে ২২৬ জন করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত বলে খবর। একই দিনে হু হু করে দেশের বিভিন্ন প্রান্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

বুধবার কেরলে ওমিক্রনে নতুন করে ৯ জন আক্রান্ত হন। কেরলের (Kerala) স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ ওই খবর প্রকাশ করেন। বুধবার এর্নাকুলামে ৬ জন এবং তিরুবনন্তপুরমে ৩ জন ওমিক্রনে আক্রান্ত। যা নিয়ে এই মুহূর্তে কেরলে ২৪ জন ওমিক্রনে সংক্রমিত বলে খবর। অন্যদিকে রাজস্থানের জয়পুরে নতুন করে ৪ জন ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন সংক্রমিত ওই ৪ জনকে জয়পুরের এসএমএস মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:  Omicron: নিষিদ্ধ খ্রিস্টমাস, নিউ ইয়ারের পার্টি, দিল্লিতে ভয় ধরাচ্ছে ওমিক্রন সংক্রমণ

গোটা দেশ জুড়ে যখন ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি পার করে ফেলেছে, সেই সময়  খ্রিস্টমাস (Christmas) এবং নতুন বছরের পার্টি নিষিদ্ধ করল দিল্লি (Delhi) সরকার। ওমিক্রনের চোখ রাঙানির মাঝে কোনওভাবেই খ্রিস্টমাসে মেতে ওঠা যাবে না। বন্ধুদের নিয়ে পার্টি করা যাবে না নতুন বছরে। এমনই জানানো হল দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে। পাশাপাশি ওমিক্রনের চোখ রাঙানির ফলে অফিসে বা যে কোনও কর্মক্ষেত্রে কেউ মাস্ক ছাড়া হাজির হতে পারবেন না বলেও স্পষ্ট করে জানানো হয়েছে। ওমিক্রনের সংক্রমণ আটকাতে মানুষ যাতে সতর্ক হন, সে বিষয়ে সমস্ত ব্যবস্থা করা হচ্ছি দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে।