Arvind Kejriwal (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ১০ জুন: সুস্থ রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর সুস্থ হয়ে ওঠার কামনা করে সকলেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। কোভিড-১৯-র (Coronavirus) রিপোর্ট নেগেটিভ আসার পর বুধবার সকলকে ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার প্রেস কনফারেন্স করেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, "৩১ জুলাইয়ের মধ্যে আশঙ্কা করা হচ্ছে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াবে ৫.২৫ লাখ। সেকথা মাথায় রেখেই হাসপাতালে ৮০ হাজার বেডের বন্দোবস্ত করা হয়েছে।" আরও পড়ুন: Kerala: অনলাইন ক্লাসে পর্ন ভিডিয়ো শেয়ার করে ফেললেন শিক্ষক

কিছুদিন আগেই করোনা পরীক্ষা নিয়ে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে মুখ্যমন্ত্র অরবিন্দ কেজরিওয়ালের একটি মতবিরোধ হয়। যদিও সেই মতবিরোধের প্রসঙ্গে অগ্রাহ্য করে কেজরিওয়াল বলেন, এটি লড়াই করার সময় নয়। বরং এসময় রাজনীতিকে দূরে সরিয়ে সকলকে একসঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।

করোনা চিকিৎসায় সাধারণ মানুষের সুবিধার্থে দিল্লি করোনা অ্যাপের সূচনা করেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই অ্যাপটিতে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেই ইস্যুগুলো নিয়ে সোচ্চার হন সাংবাদিকরা। যার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান কেজরিওয়াল। ত্রুটি শুধরে নেওয়ার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, জানিয়েছেন কেজরিওয়াল। পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে চলতে হবে এবং মাস্ক এবং গ্লাভস বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছেন কেজরিওয়াল ইতিমধ্যেই।