Online Classes (Photo Credits: PTI) .. Read more at: https://www.latestly.com/india/education/kollam-school-teacher-booked-for-posting-porn-video-during-online-case-1813049.html

কোল্লাম, ১০ জুন: অনলাইন ক্লাসে পর্ন ভিডিয়ো (Porn Video) শেয়ার করে ফেললেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) কোল্লামে। ধৃতের নাম মনোজ কে ম্যাথু। ৪৫ বছরের ওই শিক্ষককে মারুথামনপল্লি (Maruthamonpally) থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মনোজ নামের ওই শিক্ষক অনলাইনে মালয়লম ভাষার ক্লাস নিচ্ছিলেন ক্লাস ফাইভের পড়ুয়াদের। সেই ক্লাসেই তিনি পর্ন ভিডিয়ো শেয়ার করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে অভিযাগ জানান। এরপর প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকের থেকে জবাব তলব করেন। আরও পড়ুন: Bihar Animal Lover: ২ পোষ্য হাতি যেন খেয়ে পড়ে বাঁচে, নিজের সমস্ত জমি তাদের নামে লিখলেন এই পৌঢ়

অভিযুক্ত শিক্ষকের দাবি, তাঁর ফোন থেকেই ওই ভিডিয়ো শেয়ার হয়েছে। তাঁর কোনও এক বন্ধু ভুল করে গ্রুপে ওই ভিডিয়ো শেয়ার করে ফেলে। শিক্ষক গোটা ঘটনায় ক্ষমা চেয়েছেন। যদিও স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বৈঠকে বসে ও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।