প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ নিম্নচাপের ভ্রূকুটি রাজ্যে(State)। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়া(Weather) একাধিক রাজ্যে। এরই মাঝে ঘটে গেল মর্মান্তিক একটি ঘটনা। ছত্তীসগঢ়ের(Chhattisgarh) রাজনন্দগাঁওয়ে বজ্রাঘাতে(Lightning) ৬ জন শিশু-সহ ৮ জনের মৃত্যু । জানা গিয়েছে, সোমবার প্রবল বৃষ্টির(Heavy Rain) সঙ্গে বাজ পড়ে জোড়াতারাই গ্রামে। সেই সময় ব্যাগ কাঁধে স্কুল থেকে ফিরছিল ৬ পড়ুয়া। বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নেয় তারা। কিন্তু সেই গাছেই আচমকা বাজ পড়তেই সব শেষ। এই ঘটনায় ৬ জন পড়ুয়া সহ আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন আহত হয়েছেন আরও বেশকিছু জন। এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "" পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে। রাজ্য সরকার দ্রুততার সঙ্গে সবরকম ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই আর্থিক সহযোগিতার কথাও ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসাবে ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে।" প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে দু'টি বজ্রাঘাতের ঘটনা ঘটল ছত্তীসগঢ়ে। চলতি মাসের শুরুতে মোহতরায় মাঠ থেকে কাজ করে ফেরার পথে বাজ পড়ে সাতজন মারা যান। এই ঘটনার ক'দিনের মাথাতেই ফের বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা।

বজ্রাঘাতে মৃত্যু ৬ পড়ুয়া সহ ২ জনের

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের টুইট