Tamil Nadu Rains: ভারী বর্ষণে জল থৈথৈ চেন্নাই, পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ৭৫০০০ পুলিশ
Heavy rains. (Photo Credits: PTI)

চেন্নাই, ১১ নভেম্বর:   একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত চেন্নাই ও লাগোয়া জেলাগুলি। কোনওরকম জরুরি অবস্থা তৈরি হলে তা মোকাবিলার জন্য ৭৫ হাজার পুলিশকর্মীকে তৈরি রাখা হয়েছে। তালিকায় স্থানীয় পুলিশ থেকে শুরু করে রয়েছে , সশস্ত্র পুলিশ, তামিলনাড়ু স্পেশ্যাল পুলিশ, হোম গার্ড। এ সম্পর্কে বৃহস্পতিবার বিস্তারিত তথ্য দিলেন তামিলনাড়ুর ডিজিপি সি শৈলেন্দ্র বাবু। এক বিবৃতিতে  তিনি জানান, পুলিশের ২৫০ বিশেষ টিম, এছাড়াও উপকূলবাহিনীর ৩৫০ জন পুলিশ কর্মী ও উদ্ধারকারী নৌকা থাকবে সঙ্গে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কেন্দ্র কোলহাথুর-সহ জলমগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। নিচু এলাকা থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন- PUBG: ব্যাটেল গ্রাউন্ডের নিউ স্টেট গেমে সার্ভার ইস্যু, কী বলল সংস্থা?

উপদ্রুত এলকায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী নৌকা ও গাছা কাটার মেশিন, ড্রিল মেশিন রাখা হয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ঢেকেছে চেন্নাইয়ের দক্ষিণাংশ।