বেঙ্গালুরু, ২৫ মার্চ: আজ থেকে ঠিক ১০ দিন আগেই সৌদি আরব (Saudi Arabia) থেকে দেশে ফিরেছিলেন বছর ৭৬-র বৃদ্ধ। বুধবার সকালে কর্ণাটকে (Karnataka) মৃত্যু হয় তাঁর। আশঙ্কা করা হচ্ছে, করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। Hindustan Times-র খবর অনুযায়ী, ওই বৃদ্ধের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। রিপোর্টটি এলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। গত ২৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছিলেন। দেশে ফেরার একদিন পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত বৃদ্ধের নাম মহম্মদ হুসেন সিদ্দিকি।
কর্ণাটকে নিজের বাড়িতে ফেরার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মহম্মদ হুসেন সিদ্দিকি। গুলবার্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর সবরকম পরীক্ষা-নিরীক্ষা করে নমুনা সংগ্রহ করা হয়। এরপর সিদ্দিকির শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় হায়দরাবাদের কেয়ার হাসপাতালে। কেয়ার হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির। কালবুর্গি জেলা স্বাস্থ্য আধিকারিকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেছে। কিন্তু এই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের কোনও সংযোগ রয়েছে কিনা। সেটির এখনও প্রমাণ মেলেনি। আরও পড়ুন: Coronavirus Cases in India: ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০, দিল্লি এবং রাজস্থানে নতুন করে আক্রান্ত ২
বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৬০। নতুন করে ১০ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে ৮ জন কেরলের বাসিন্দা রয়েছেন। এছাড়া রাজস্থান (Rajasthan) এবং দিল্লিতে (Delhi) নতুন করে ১ জন করে আক্রান্ত হয়েছেন।