বাজার থেকে কেনাকাটা করে গ্রামের রাস্তায় হেঁটে বাড়ি পিরছিলেন তেলঙ্গানার কামারেড্ডি জেলার ৭০ বছরের এক বৃদ্ধা। সেই বৃদ্ধার সামনে আচমকাই একে একে এসে হাজির হয় ২০টি বাঁদর। এরপর বাঁদর সেনার দল একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে হামলা করে বৃদ্ধাকে। ২০টি বাঁদরের হানায় রামারেড্ডি গ্রামে মারা যান ছাতারাবইনা নারসাভ্ভা নামের ৭০ বছরের সেই বৃদ্ধা।
বাঁদরদের হামলা থেকে বাঁচার চেষ্টা করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ বৃদ্ধাকে বাঁচানোর সাহস দেখাননি। গ্রামবাীদের বক্তব্য বাঁদরের দল সেই সময় এতটাই আক্রমণাত্মক ছিল যে, কেউ এগিয়ে গেলেই তাকেও মেরে ফেলত তারা। বাঁদরের হামলায় বৃদ্ধার বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে বড় ক্ষতের দাগ দেখা যায়। বড় আঘাত নিয়ে বাড়িতে ফেরার পর জ্ঞান হারালে, বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন-ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার সংবাদ পত্রের সম্পাদক, পরিযায়ী শ্রমিকরা নিরাপদেই আছেন তামিলনাড়ুতে জানাল পুলিশ
দেখুন টুইট
A woman in #Telangana died after she was attacked by a troop of more than 20 monkeys. victim, has been identified as 70-year old Chataraboina Narsavva of Ramareddy village in Kamareddy district. pic.twitter.com/ypYN55fCcw
— IANS (@ians_india) March 5, 2023
রামারেড্ডি গ্রামে বাঁদর সেনার হামলায় বৃদ্ধার ঘটনায় এখন তীব্র আতঙ্ক। বাঁদররা কেন এমন হামলা করল তা খতিয়ে দেখা হচ্ছে। বাঁদরের হামলা থেকে মানুষদের রক্ষা করতে বিশেষ বাহানী গড়ছে বন দফতর।