মোদীর জন্মদিনের বিশেষ উপহার (ছবিঃX)

নয়াদিল্লিঃ সামনেই নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) জন্মদিন (Birthday)। আর প্রধানমন্ত্রীর (Prime Minister) জন্মদিন উপলক্ষে এবার চকলেট দিয়ে৭০ কেজি ওজনের এক ভাস্কর্য তৈরি করল ওড়িশার ভুবনেশ্বরের একদল ছাত্রছাত্রী। জানা গিয়েছে, ৫৫ কেজি ডার্ক চকলেট এবং ১৫ কেজি হোয়াইট চকলেট দিয়ে এই অভিনব ভাস্কর্যটি তৈরি করেছেন তাঁরা। ভুবনেশ্বরের ক্লাব চকলেটের ১৫ জন শিক্ষার্থী মিলে এই জিনিসটি তৈরি করেছেন বলে খবর। উল্লেখ্য, 'ভুবনেশ্বর ক্লাব চকোলেট' প্রতিষ্ঠানটি একটি পেশাদার বেকিং এবং ফাইন প্যাস্ট্রি স্কুল। রাকেশ কুমার সাহু এবং রঞ্জন পরিদা নামে দুই প্রশিক্ষকের নেতৃত্বে এই ভাস্কর্যটি তৈরি করেছে ছাত্রছাত্রীরা। প্রায় টানা সাতদিন পরিশ্রম করে এটি গড়ে তোলা হয়েছে। একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উল্লেখ রয়েছে এটির মধ্যে। এছাড়া রয়েছে অপারেশন সিঁদুর এবং স্বচ্ছ ভারত মিশনের উল্লেখ। পাশাপাশি এই ভাস্কর্যের মাধ্যমে ইসরোর কৃতিত্বকেও ফুটিয়ে তোলা হয়েছে।

মোদীর জন্মদিনে বিশেষ উপহার, ৭০ কেজি চকোলেট দিয়ে গড়া হল অভিনব ভাস্কর্য