ডাক্তারদের ভুলের মাশুল গুনছে ৭ বছরের শিশু (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের চিকিৎসকের(Doctors) বিরুদ্ধে চিকিৎসায়(Treatment) গাফিলতির অভিযোগ। যার চরম মাশুল দিতে হল ৭ বছরের শিশুকে। ভুল চোখে অস্ত্রোপচার(Operations) করার অভিযোগ উঠল নয়ডার(Noida) একটি বেসরকারি হাসপাতালের(Hospital) চিকিৎসকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিল ওই শিশু। চিকিৎসার জন্য নয়ডার এই হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা। শিশুটিকে পরীক্ষা করে ডাক্তাররা জানান চোখে অস্ত্রোপচার করতে হবে। যার খবচ প্রায় ৪৫ হাজার টাকা। হাসপাতালের কথা মতো সে টাকা জোগাড় করে সময়মতো জমা দেন শিশুর অভিভাবকেরা। অস্ত্রোপচারও হয়। তবে ভুল চোখে! অপরেশন থিয়েটার থেকে বের হবার জানা যায়, বাম চোখের বদলে ডান চোখে অপরেশন করা হয়েছে। বিষয়টি জানাজানি হতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের দ্বারস্থ হয় শিশুর পরিবার। এই ঘটনায় কার্যত মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 বামের বদলে ডান চোখে অস্ত্রোপচার, ডাক্তারদের ভুলের মাশুল গুনছে ৭ বছরের শিশু