Shyok river in Ladakh (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ মে:  লাদাখের ( Ladakh) শায়ক নদীতে ( Shyok River ) পড়ে মৃত্যু ৭ জওয়ানের। লাদাখের টুরটুক সেক্টরে আজ ৫০ থেকে ৬০ কিলোমিটার উপর থেকে শায়ক নদীতে পড়ে যায় সেনা বাহিনীর একটি গাড়ি। যার জেরে কমপক্ষে ৭ জওয়ানের মৃত্যু হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, শুক্রবার পার্টাপুর থেকে হানিফে যাচ্ছিল সেনা বাহিনীর একটি গাড়ি। যেখানে ২৬ জন সেনা কর্মী ছিলেন। টুরটুক সেক্টরে ৭ সেনা কর্মীর মৃত্য়ুর খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা ছড়ায়।

জানা যায়, টুরটুক সেক্টর থেকে হানিফে যাওয়ার সময় সেনা বাহিনীর গাড়ির চাকা পিছলে যায়।  এরপরই সেটি শায়ক নদীতে উলটে পড়ে বলে খবর। শায়ক নদীতে সেনা বাহিনীর গাড়ি ফলটে পড়ার পরপরই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের হাসপাতালে ভর্তির কর সেখানে ৭ জনের মৃত্যু হয় বলে খবর।

আরও পড়ুন:  Manjusha Neogi: মঞ্জুষার স্বামীকে জিজ্ঞাসাবাদ, অভিনেত্রীর মৃত্যুতে রহস্যের জট আরও জটিল? তদন্ত পুলিশের

লেহ-র সেনা হাসপাতালে আপাতত বাকিদের চিকিৎসা চলছে বলে খবর।