শ্রীনগর, ২৬ মে: গভীর খাদে (Deep Gorge) ট্যাক্সি পড়ে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আজ সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) সঙ্গে লাদাখের সংযোগকারী জোজিলা পাসে (Zojila Pass)। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন আধিকারিক জানিয়েছেন, শ্রীনগর-লেহ জাতীয় সড়কে (Srinagar-Leh National Highway) জোজিলা পাস এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে ৭-৮ জন যাত্রী ছিলেন। প্রায় সাড় চারশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ট্যাক্সিটি কার্গিল থেকে শ্রীনগর যাচ্ছিল।
জোজিলা পাস প্রায় ৩,৪০০ মিটার উচ্চতায় অবস্থিত। প্রাথমিক ভাবে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের আধিকারিকরা। আরও পড়ুন: Kupwara Encounter: উত্তর কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি
Around 7-8 people are feared to have died after a vehicle skidded off the road and fell into a deep gorge at Zojila pass early morning: Disaster Management Authority JK Govt
— ANI (@ANI) May 26, 2022
উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন।