প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা। ছত্তিশগড়ে(Chattisgarh) গাড়ির(Car) সঙ্গে ট্রাকের(Truck) ধাক্কা। মৃত ৬, আহত ৭। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোড় জেলায়। একটি এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে বলে জানা গিয়েছে। একটি পারিবারিক অনুষ্ঠান থেকে এসইউভিতে চেপে বাড়ি ফিরছিলেন একই পরিবারের ১৩ জন । পথে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। নিহতদের নাম দুরপাত প্রজাপতি(৩০), সুমিত্রা বাই কুম্ভকার(৫০), মণীশ কুম্ভকার(৩৫), সাগুন বাই কুম্ভকার(৫০), ইমলা বাই(৫৫)। এই ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ বছরের একটি শিশুও।  বাকি ৭ জন গুরুতর জখম হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের রাজনন্দগ্রাম জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত ৬, আহত ৭