Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে নিকেশ হল একাধিক মাওবাদী। শুক্রবার নারায়ণপুরের আবুঝমাদ এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের যৌথ বাহিনী। এই অভিযানেই খতম হয় ৬ মাওমাদী। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক বন্দুক, গোলাবারুদ। ইতিমধ্যে মৃত মাওবাদীদের দেহ জনসমক্ষে নিয়ে আসা হয়েছে। যদিও মাওবাদীদের এই ডেরা থেকে অনেকেই এদিন পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে এখনও অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।

নাম পরিচয় গোপন রেখেছে ছত্তিশগড় পুলিশ

গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। জঙ্গলের ভেতরে ঢুকতেই বাহিনীর ওপর গুলি চালায় নকশাল নেতারা। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। দুপক্ষের দীর্ঘক্ষণ ধরেই গুলি বিনিময় চলে। আর তাতেই মেলে সাফল্য। যদিও মৃত মাওবাদীদের নাম পরিচয় এখনও কিছুই প্রকাশ্যে আনেনি ছত্তিশগড় পুলিশ।

উদ্ধার একাধিক অস্ত্র

এই অভিযানে মাওবাদীদের থেকে উদ্ধার হয়েছে একাধিক একে-৪৭ ও এসএলআর বন্দুক। সেই সঙ্গে গুলি, ম্যাগজিন, গোলাবারুদও উদ্ধার হয়নি এদিন। অন্যদিকে এই অভিযানে বাহিনীর সকল সদস্যরাই সুরক্ষিত রয়েছেন বলে খবর।