Passengers traveling through Indian Railways. (Photo Credit: PTI)

নয়াদিল্লি, ১২ মে: পরিযায়ী শ্রমিকদের (Migrant Labours) ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফেরাতে ১২ মে, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত মোট ৫৭৫ টি ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন ('shramik special' train) চলেছে দেশজুড়ে। মঙ্গলবার রেলমন্ত্রকের (Ministry Of Railway) তরফে এমন তথ্যই জানানো হয়েছে। এরমধ্যে ৪৬৩ টি ট্রেন ইতিমধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে গেছে। বাকি ১১২ টি ট্রেন রয়েছে মাঝরাস্তায়। ৫৭৫টি ‘শ্রমিক স্পেশাল‘ ট্রেনে মোট ৬.৮ লাখ পরিযায়ী শ্রমিক যাত্রা করেছেন। আরও পড়ুন: Indian Railways: ট্রেনে ওঠার আগে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই ছাড়, যাত্রীদের তথ্য তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে 

রেলমন্ত্রকের তরফে সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত ৫৭৫ টি ট্রেন পরিযায়ী শ্রমিকদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। ৫৭৫টি ‘শ্রমিক স্পেশাল‘ ট্রেনে মোট যাত্রী সংখ্যা ৬.৮ লাখ।

ভারতীয় রেল ১২ মে থেকে ৩০ টি বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালানোর ঘোষণা করে। রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল মঙ্গলবার জানান, স্টেশনগুলিতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, প্রত্যেক যাত্রীর তথ্য তাদের রাজ্য সরকারের হাতে দেওয়া হবে। ডিজি আরপিএফ অরুণ কুমার জানান, "স্টেশনগুলিতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্টেশনগুলিতে কুলি উপস্থিত না থাকায় আমরা তাদের কিছুটা হেঁটে আসার অনুরোধ করেছি। আমরা প্রত্যেক যাত্রীর তথ্য তাদের রাজ্য সরকারের কাছে হস্তান্তর করব।"