মুম্বই, ২৩ এপ্রিল: এক মুসলিম যুবকের (Muslim man) থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিতে অস্বীকার করায় বছর ৫১-র প্রৌঢ়কে গ্রেপ্তার করেল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি মুম্বইয়ের মিরা রোডের। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বছর ৩২-এর ওই যুবক অনলাইনে পাওয়া অর্ডার অনুযায়ী বাড়ি বাড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ডেলিভারি দিচ্ছেন। এক গ্রাহক স্বামীকে নিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিতে এসেছিলেন। এরপর ডেলিভারি বয়ের নাম জানতে চান ওই প্রৌঢ়। নাম শোনার পরেই অর্ডার করা দ্রব্যাদি নিতে অস্বীকার করেন। কেননা সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে কোনও জিনিস তিনি কিনতে চান না। এই ঘটনায় স্বভাবতই হকচকিয়ে যান ওই যুবক। প্রায় সঙ্গে সঙ্গেই প্রৌঢ়ের বক্তব্যের বাকি অংশ মোবাইলে রেকর্ট করে নেন। আরও পড়ুন- Coronavirus Cases In India: দেশে করোনায় আক্রান্ত ২১ হাজার ৩৯৩, গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ১৪০৯
এরপর কাজের শেষ বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করলে তাঁরা পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেন। তিনি বলেন, মহামারী মাঝে এভাবে বাইরে বেরিয়ে কাজ করছেন। এই ঘটনায় তাঁর সন্তানরা ও স্ত্রী খুব চিন্তিত। মহামারী করোনায় সবথেকে বেশি বিপর্যস্ত মুম্বই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের মানুষ যখন একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে, তখন কয়েকজন ধর্মের মধ্যেই মনোনিবেশ করে রয়েছে। তবে এমন ঘটনা প্রথম ঘটছে না। গত বছর বেশ কয়েকজন গ্রাহক টুইটারে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, তাঁরা আর জোম্যাটোতে অর্ডার করেন না যেহেতু ডেলিভারি বয় অহিন্দু। তবে এই ঘটনার জন্য তারা কেউ টাকা ফেরত নেননি। এর উত্তরে জোম্যাটো ওই গ্রাহকদের লেখেন, খাবারের কোনও ধর্ম হয় না।