Coronavirus Cases In India: দেশে করোনায় আক্রান্ত ২১ হাজার ৩৯৩, গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ১৪০৯
করোনাভাইরাস(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৩ এপ্রিল: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনার গ্রাসে (Coronavirus Cases) ২১ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টা নতুন করে আক্রান্ত ১৪০৯ জন। ১৬ হাজার ৪৫৪ জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন। ৪ হাজার ২৫৭ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে মৃতের সংখ্যা বেড়ে ৬৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪১ জন। মহারাষ্ট্রের অবস্থা দেশের মধ্যে সবথেকে খারাপ। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৫২ জন। মৃতের সংখ্যা ২৬৯। এরপর গুজরাটে মোট আক্রান্ত ২ হাজার ৪০৭ জন। মৃত ১০৩ জন। রাজধানী দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৪৮।

দিল্লিতে কোরনার বলি এখনও পর্যন্ত ৪৮ জন। রাজস্থানে আক্রান্ত ১ হাজার ৮৯০ জন। সেখানে সংক্রমণে ২৭ জনের মৃত্যু হয়েছে। লকডাউনের জেরে দেশে সংক্রমণ অনেকটা ধীর গতিতে হচ্ছে। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন আগামী ৩ মে পর্যন্ত চলবে। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে সংক্রামিত হয়েছে মাত্র কয়েকটি পশু। যারা সংক্রামিত কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছে। নিউইয়র্কে বুধবার বিকেল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৫৮৯। নিউইয়র্ক শহরেও ১ লক্ষ ১৪ হাজার ২৩৫ জন সংক্রমণে ভুগছে। গোটা স্টেটে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০২ জন। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৩৯ হাজার ৮৩৬ জন। মৃত ৪৬ হাজার। সবমিলিয়ে মারণ ভাইরাসের কবলে ২.৬ মিলিয়ন জন সংখ্যা। জনহপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্ব করোনার বলি ১ লক্ষ ৮২ হাজার। আরও পড়ুন- Covid-19 Infected Cats: মার্কিন মুলুকে প্রথম করোনায় আক্রান্ত ২ পোষ্য বিড়াল

স্পেনে মোট আক্রান্ত ২ লক্ষ ৮ হাজার ৩৮৯ জন। ইটালিতে ১ ল৭ ৮৭ হাজার ৩২৭ জন আক্রান্ত। ফ্রান্সে ১ লক্ষ ৫৭ হাজার ১৩৫ জন করোনা গ্রাসে। জার্মানিতে ১ লক্ষ ৫০ হাজার ৬৪৮ জন। ব্রিটেনে ১ লক্ষ ৩৪ হাজার ৬৩৮ জন। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বিশ্বে দ্বিতীয়। সেখানে করোনার বলি ২৫ হাজার ৮৫ জন। স্পেনে মারণ ভাইরাসে মৃত ২১ হাজার ৭১৭ জন। ফ্রান্সে ২১ হাজার ৩৪০ জন। ব্রিটেনে ১৮ হাজার ১০০ জন।