Photo Credits: ANI

এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পুরোপুরি ভরাডুবি হয়েছে বহুজন সমাজ পার্টি (BSP)-র। সমাজবাদী পার্টি, কংগ্রেসের সঙ্গে জোট না গড়ে একাই সব আসনে লড়ে বিএসপি সর্বত্র কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। উত্তর প্রদেশ তো বটেই মধ্যপ্রদেশ থেকে দিল্লি-যেখানে বিএসপি লড়েছে, সেখানেই তাদের অবস্থা একেবারে শোচনীয় হয়েছে। তাদের সম্পদ দলিত ভোটব্যাঙ্ক পুরোপুরি হারিয়ে ফেলেছে মায়াবতীর দল। গত লোকসভায় ইউপি-তে ৯টি আসনে জেতা মায়াবতীর দল এবার একটা আসনেও জিততে না পারার পর বিএসপি-র রাজনৈতিক ভবিষ্যত নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আর এই কঠিন মুহূর্তে তাঁর উত্তরাধিকার হিসেবে ভাইপো আকাশ আনন্দের নাম ঘোষণা করলেন ৬৮ বছরের মায়াবতী।

দাদার ছেলে ২৯ বছরের আকাশ আনন্দ-কে লোকসভা নির্বাচনের প্রচারের সময় বেশ কড়া ধমক দিয়েছিলেন ইউপি-র প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। কারণ সেই সময় আকাশ আনন্দ এক তরফাভাবে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগচ্ছিলেন। আরও পড়ুন-আজ ফের নিট পরীক্ষা, প্রথম দশ টপার সহ সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসছেন ১৫৬৩ জন পরীক্ষার্থী  

দেখুন খবরটি

যোগী আদিত্যনাথের প্রশাসনের সঙ্গে তালিবানের তুলনাও টেনে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছিলে ভাইপো আকাশ। কিন্তু ভারসাম্যের রাজনীতি করতে চান বলে বিজেপির বিরুদ্ধে এতটা আক্রমণে নারাজ মায়া সেই সময় ভাইপোকে প্রকাশ্যে ভর্তসনা করে বলেছিলেন, ওর পরিপক্কতার অভাব রয়েছে, ওর এখনও দলকে নেতৃত্বে দেওয়ার সময় আসেনি। কিন্তু বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করে অখিলেশ যাদব ঐতিহাসিক সাফল্য পাওয়ার পর মায়াবতীর ঘোর কেটেছে। আর দেরি না করে বিএসপি-র পরবর্তী প্রধান হিসেবে আকাশ আনন্দকেই বেছে নিচ্ছেন মায়াবতী। বিদেশের কলেজ থেকে এমবিএ পাশ আকাশ আনন্দ বিএসপি-তে যোগ দেন ২০১৬ সালে। কয়েক বছর পর ভাইপোকে মধ্যপ্রদেশ, তেলঙ্গানার মত রাজ্যে দলের দায়িত্ব দিয়ে সাফ্য পান মায়াবতী। ২০২৩ সালেই মায়াবতী ঘোষণা করেন আকাশ আনন্দই তাঁর উত্তরসূরি হতে চলেছে। কিন্তু ২০২৪ লোকসভার সময় তাল কাটে। তবে এবার দলের কঠিন মুহূর্তে আর কোনও কথা না ভেবে দলের চাবিকাঠি ভাইপোকেই দিচ্ছেন পিসি।

মায়াবতী মনে করেছেন, দলিত ভোটব্যাঙ্ক ফিরে পেতে হলে এখন আকাশ আনন্দের মত আক্রমণাত্মক তরুণ নেতাকেও নেতৃত্ব দিতে হবে। মায়াবতীর পাখির চোখ এখন ২০২৭ ইউপি বিধানসভা নির্বাচন। আকাশ আনন্দ পুরোপুরি বিজেপি বিরোধী। তাই কার্যত সাইন বোর্ডে পরিণত হতে চলা দলকে বাঁচাতে মায়াবতীর ভাইপো হয়তো এবার অখিলেশ যাদব ও কংগ্রেসের সঙ্গেই হাত মেলাবেন। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ও বিএসপি-র ভোট কাটাকাটিতে ১০টিরও বেশী আসনে জিতে গিয়েছে বিজেপি। যদিও ২০১৯ লোকসভায় এসপি, বিএসপি-র জোট একেবারেই ভোটে পরিণত হয়নি।